বিজ্ঞান বিভাগ ৩০০০ টাকা
ব্যবসায় শিক্ষা বিভাগ ৩০০০ টাকা
মানবিক বিভাগ ৩০০০ টাকা
উচ্চ-মাধ্যমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে।
অনলাইনে ভর্তির ধাপসমূহ :
01 : পাশের লিংকে ক্লিক করুন : HSC Online Admission
(অনলাইনে ভর্তির তারিখ : ১৯ -২২ ফেব্রুয়ারি ২০২২)
02. বিভাগ সিলেক্ট করুন।
03. এসএসসি পাশের বোর্ড সিলেক্ট করুন।
04. এসএসসি রোল লিখুন।
05. পাশের ক্যাপচা কোড টাইপ করুন
06. Verify অপশনে ক্লিক করুন
07. শিক্ষার্থীর সকল তথ্য পূরণ করুন।
08. উচ্চ-মাধ্যমিক যে বিষয়গুলো পড়তে আগ্রহী তা সিলেক্ট করুন।
09. ভর্তি ফি প্রদান করুন।
Bkash এর মাধ্যমে ভর্তি ফি প্রদান করতে হবে।
(ভর্তি ফি’র সাথে চার্জ প্রযোজ্য)
Bkash-১.৩১ %
10. (পেমেন্ট স্লিপসহ) ভর্তি ফরমের উভয় পাতা প্রিন্ট করুন।
11. অন্যান্য কাগজপত্রসহ ভর্তি ফরমের উভয় পাতার প্রিন্ট কপি নিম্নোল্লিখিত তারিখে কলেজে জমা প্রদান করুন।
কাগজপত্র জমা প্রদানের তারিখ ও সময় :
19, 20, 22 February 2022 (9:00Am to 2:00PM)
(ক) মূল ট্রান্সক্রিপ্ট ০১ কপি।
(অন্যান্য প্রয়োজনে মূল ট্রান্সক্রিপ্টের অন্তত ১০ টি ফটো কপি নিজের কাছে সংরক্ষণ করতে হবে)
(খ) মূল ট্রান্সক্রিপ্টের ০১ টি ফটোকপি।
(গ) সর্বশেষ অধ্যয়নকৃত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্রের ০১ টি ফটোকপি।
(ঘ) এসএসসি বা সমমান পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ০১টি করে ফটোকপি।
(ঙ) পিতা ও মাতার পাসপোর্ট সাইজের ছবি ১টি করে ২ কপি।
(চ) পিতা ও মাতার অবর্তমানে অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ১ কপি।
(ছ) জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ১টি।
(জ) পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ১টি করে।
(ঝ) অনালাইনে নিশ্চায়নকৃত প্রিন্ট কপি।
(ঞ) টীকা কার্ডের ফটোকপি।
কাগজপত্র জমা গ্রহণের স্থান
১। বিজ্ঞান বিভাগ : নজরুল ভবন
২। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ: মধুসূদন ভবন
** অভিভাবকদের বসার স্থান : মাল্টিপারপাস শেড
অনলাইনে ভর্তির ক্ষেত্রে ফরম পূরণ বা ভর্তি ফি প্রদানসহ যেকোনো বিষয়ে সমস্যার সম্মুখীন হলে যোগাযোগ করুন :
Hot Line 01 : Md. Shahriar Alam, Lecturer (ICT) : 01536233163
Hot Line 02 : Mostofa Kamal Biplob, Lecturer (Chemistry) : 01687254316
Hot Line 03 : Md. Asaduzzaman Noor, Lecturer (English) : 01742677534
Hot Line 04 : Md. Mustafa Shamim, Lecturer (ICT) : 01913920301