করণীয়
১। নির্ধারিত সময়ে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হওয়া।
২। নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত থাকা।
৩। যথাযথ ইউনিফর্মে কলেজে উপস্থিত হওয়া (নির্ধারিত জুতা, মোজা, বেল্ট, নেমপ্নেট, পরিচয়পত্র
ইত্যাদিও ইউনিফর্মের অংশ) এবং ছুটির সময় সুশৃঙ্খলভাবে কলেজ ক্যাম্পাস ত্যাগ করা।
৪। সকল শিক্ষককে সালাম দেওয়া।
৫। শ্রেণি শিক্ষকের স্বাক্ষরিত পরিচয় পত্র, সাবজেক্ট কার্ড সাথে থাকা, ছুটির পর অকারণে ক্যাম্পাসে
অবস্থান না করা।
৬। অফ-পিরিয়ডে লাইব্রেরি, কমনরুম, ক্যান্টিন, খেলার মাঠে অবস্থান করা।
৭। সহপাঠ্যক্রমিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করা।
৮। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সকল প্রকার পরীক্ষায় অংশগ্রহণ করা।
৯। লেখাপড়ায় মনোযোগী হওয়া এবং ব্যবহারিক ক্লাসে উপস্থিত থাকা।
১০। গেটম্যানসহ সকল কর্মচারীদের সাথে সৌজন্যমূলক আচরণ করা।
১১। লাইব্রেরি কার্যক্রমে অংশগ্রহণ করা, সবসময় পরিচয়পত্র বহন করা এবং শৃঙ্খলা মেনে চলা।
১২। ক্যাম্পাসের সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়তা করা।
১৩। কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোন আদেশ পালন করা, জাতীয় সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করা।
১৪। সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক ও অবয়বে কলেজে আগমন করা।
১৫। সিনিয়র শিক্ষার্থীদের প্রতি সম্মান প্রদর্শন এবং জুনিয়র শিক্ষার্থীদের প্রতি স্নেহপূর্ণ আচরণ করা।
বর্জনীয়
১। কলেজে বিলম্বে উপস্থিত হওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা, ইউনিফর্ম পরিধানে অনিয়ম করা।
২। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা, প্রতিষ্ঠানের সম্পদ নষ্ট করা।
৩। ছেলেদের চুল বড় রাখা, কিংবা ন্যাড়া মাথা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সেভ না করে কলেজে আসা।
৪। মেয়েদের চুল খোলা রাখা এবং মাথায় দৃষ্টিকটু বা আকর্ষণীয় রঙচঙে কোন প্রকার ক্লিপ বা ব্যান্ড
ব্যবহার করা, চুল রং করা, চোখের রং পরিবর্তন করার জন্য কসমেটিক লেন্স ব্যবহার করা, ভারী অলঙ্কার, ফ্রেন্ডশীপ ব্যান্ড রাখা, হাতের উপর মেহেদী দেওয়া ইত্যাদি।
৫। প্রতিষ্ঠানের বা সহপাঠীর কোনকিছু না বলে নেয়া। লাইব্রেরির বইয়ের পাতা বা পত্র-পত্রিকার বিশেষ অংশ কেটে ফেলা, শ্রেণিকক্ষে বোর্ডে বা হোয়াইট বোর্ডে অশালীন কথা লেখা।
৬। শ্রেণিকক্ষের বাইরে দৃষ্টিকটু আচরণ করা। অ্যান্ড্রয়েড মোবাইল, এমপি-৩, এমপি-৪, সিডি
প্লেয়ারসহ যে কোন ধরনের গান শোনার যন্ত্র, হকিষ্টিক, র্যাকেট ইত্যাদি সঙ্গে বহন করা।
৭। ক্যাম্পাসে গাড়ি ও মোটর সাইকেল চালানো বা তাতে চড়ে ক্যাম্পাসে প্রবেশ করা।
৮। ধূমপান ও অন্যান্য নিষিদ্ধ দ্রব্য গ্রহণ ও বহন করা।
৯। কলেজ ইউনিফর্মে বাজার, রেস্তোরা, বাইরের যে কোন অনুষ্ঠানে ঘোরা ফেরা।
১০। ডেস্ক, হোয়াইটবোর্ড, দেয়াল, বাথরুম ইত্যাদিতে অপ্রাসঙ্গিক কিংবা আপত্তিকর কোন কথা লেখা।
১১। বড় আকৃতির এবং মিউজিক সংযোজিত হাত ঘড়ি ব্যবহার করা।
১২। মোজাবিহীন জুতা, গেঞ্জিবিহীন শার্ট, রঙিন গেঞ্জিসহ শার্ট পরা, বিনা কারণে মাথায় ক্যাপ পরিধান করা।
১৩। ছাত্রদের কোমরে বড় আকৃতির বিকৃত ফ্যাশানের বেল্ট ব্যবহার করা।
১৪। অফ পিরিয়ডে ক্যাম্পাসের বাইরের দোকানে টিফিন খাওয়া, আড্ডা দেওয়া, খাবারের প্যাকেট যত্র-তত্র ফেলা।
১৫। শ্রেণিকক্ষের বা অন্য কোন দেয়ালে পায়ের ছাপ দেয়া।
১৬। সিনিয়র শিক্ষার্থীদের প্রতি খারাপ আচরণ করা এবং জুনিয়র শিক্ষার্থীদের অবজ্ঞা ও তাচ্ছিল্য প্রদর্শন করা।
১৭। কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত যে কোন বিধি নিষেধ অমান্য করা।
১৮। সহপাঠী বা অন্য কাউকে হুমকি প্রদর্শন করা, মেয়ে শিক্ষার্থীদেরকে উত্যক্ত করা।
১৯। ছাত্রদের জন্য ছাত্রীদের কমনরুম বা বিচরণ অঞ্চলে প্রবেশ করা।
২০। গ্রন্থাগারে বসে গল্প করা, কলেজ করিডোরে বিনা কারণে ঘোরাফেরা করা।
২১। যথাযথ অনুমতি ব্যতীত সেনানিবাসের অভ্যন্তরে প্রবেশ করা।
২২। কম্পিউটার ল্যাবে পাঠ্য বহির্ভূত কিছু করা, কম্পিউটার শিক্ষকের নির্দেশের বাইরে কোন অননুমোদিত সিডি, পেনড্রাইভ ইত্যাদি ব্যবহার করা।
২৩। একটি ছেলে একটি মেয়ে জুটি বেধে পুকুরপাড় বা গাছ তলায় সময় কাটানো বা গল্প করা।
২৪। কোন ব্যাপারে জোটবদ্ধ হয়ে মিছিল করা, আন্দোলন/ রাজনীতি করা।