প্রিন্সিপাল মহোদয়ের বাণী

প্রিন্সিপাল মহোদয়ের বাণী

আজকের প্রতিযোগিতামূলক পরিবেশে জ্ঞানার্জনের পাশাপাশি একজন শিক্ষার্থী আলোকিত মানুষরূপে গড়ে উঠবে এটি অভিভাবকের স্বপ্ন এবং সমাজ ও রাষ্ট্রের দাবি। কিন্তু এ লক্ষ্য বাস্তবায়নের জন্য চাই একটি সুন্দর পরিবেশ ও সঠিক শিক্ষার দ্বারা আধুনিক চিন্তার ভিত্তিতে পরিচালিত উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাঝে শুধু গভীর জ্ঞান, বিজ্ঞান মনস্কতা ও প্রতিযোগিতামূলক মনোভাবই সৃষ্টি করবে না বরং তাদের সৃজনশীলতা ও সুকুমার বৃত্তিয় গুণের বিকাশ ঘটিয়ে মহৎ মানুষের জন্ম দেবে। এমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার প্রয়াসে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন গড়ার লক্ষ্যে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যশোর সেনানিবাসে প্রতিষ্ঠিত ক্যান্টনমেন্ট কলেজ যশোর। উচ্চমাধ্যমিক স্তরে সঠিক পরিচর্যা, নির্দেশনা এবং আধুনিক প্রযুক্তি-সমৃদ্ধ সুবিন্যস্ত ও পরিকল্পিত শিক্ষা নিশ্চিত করতে পারলে ঐসব অমিত সম্ভাবনাময় শিক্ষার্থীরা খুঁজে পেতে পারে একটি আলোকিত সম্ভাবনাময় দিগন্ত বিস্তৃতভবিষ্যৎ, যা তার স্বাভাবিক জীবনের প্রতিচ্ছায়া রূপে কাজ করবে ও সেই আলোকিত জীবন পাবে একটি সঠিক পথের সন্ধান। আর এ পথের সন্ধান দিতে এমন শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন যা শুধু একটি ‘Institute’-ই নয় একটি ‘Centre of Excellence’ রূপে জ্ঞান, মানবতা ও দেশপ্রেমের দীক্ষায় শিক্ষার্থীদের উজ্জীবিত করবে। এমনই একটি ‘Centre of Excellence’-এ পরিণত হওয়ার প্রয়াসে ইতোমধ্যে কলেজটি শিক্ষিত ও সুধী সমাজের আস্থা অর্জন করতে পেরেছে এর নিজস্ব বৈশিষ্ট্যের কারণে। অভিজ্ঞ ও সুদক্ষ শিক্ষকবৃন্দের মাধ্যমে মেধার পরিচর্যার পাশাপাশি শিক্ষার্থীর জন্য আমরা নিশ্চিত করতে পেরেছি আধুনিক প্রযুক্তি-সমৃদ্ধ সঠিক ও পরিকল্পিত পাঠদান পদ্ধতি। শুরু থেকেই কলেজ চত্বরকেধূমপান ও রাজনৈতিক কর্মকাÐ মুক্ত রাখার কারণে এ কলেজে সৃষ্টি হয়েছে শিক্ষার অনুকুল পরিবেশ। এমন একটি মনোরম পরিবেশে কলেজ কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টা শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম এবং শুভানুধ্যায়ীদের প্রার্থনার ফসল হিসেবে ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। শিক্ষার পাশাপাশি এ কলেজে রয়েছে নানাবিধ শিক্ষামূলক ক্লাব। ছাত্রছাত্রীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও ঐতিহ্য-চেতনা জাগ্রত করার লক্ষ্যে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রমসহ শিক্ষা নৈপুণ্যে দক্ষশিক্ষকবৃন্দের তত্ত¡াবধানে নানাবিধ শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হয়। এভাবেই প্রগতির আধুনিক ছোঁয়ায় ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবুজ বিশ্বায়ন বাস্তবায়ন প্রকল্পের বিশেষ পটভূমির প্রেক্ষিতে একটি সঠিক ও সুন্দর কর্মমুখী শিক্ষিত জনগোষ্ঠী সৃষ্টির প্রত্যয়ে নিরন্তর আবর্তিত হচ্ছে আমাদের সকল কার্যক্রম। ক্যান্টনমেন্ট কলেজের এসব মহৎ লক্ষ্যকে বাস্তবায়ন ও সাফল্যমÐিত করতে ছাত্র, শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রেমী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের অকুণ্ঠ সমর্থন ও নিঃস্বার্থ সহযোগিতা কামনা করছি এবং সেই সাথে ক্যান্টনমেন্ট কলেজ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
অধ্যক্ষ
ক্যান্টনমেন্ট কলেজ যশোর