দক্ষিণ বাংলার অন্যতম সেরা বিদ্যাপীঠ ক্যান্টনমেন্ট কলেজ যশোর, সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থীদের স্বপ্নবীজ বোনার প্রতিষ্ঠান। জন্মগতভাবে মানুষ সুন্দর আর শিল্পের প্রতি আকর্ষিত এবং সেই সূত্রেই সে সুস্থ ও সুষ্ঠু চিন্তা ধারার অধিকারী। গতানুগতিক পাঠ্যক্রমিক লেখাপড়ার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের সুস্থ, স্বচ্ছ এবং সুপ্ত উদীয়মান প্রতিভা বিকাশের লক্ষ্যে ক্যান্টনমেন্ট কলেজ যশোর গুরুদায়িত্ব পালন করে যাচ্ছে। আধুনিক যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এ যুগের সাথে মানবিক মূল্যবোধকে সম্পৃক্ত করে তার সাথে তাল মিলিয়ে চলতে প্রয়োজন যুগোপযোগী প্রস্তুতি, আর এই প্রস্তুতির জন্য প্রয়োজন কঠোর অনুশীলন।
কোমলমতি শিক্ষার্থীরা যাতে দেশের প্রতি মাতৃত্ববোধে অনুপ্রাণিত হয়ে দেশকে গৌরবের সাফল্যের চূড়ায় অধিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে এই প্রতিষ্ঠান অগ্রণী পালন করছে। এই সূত্র ধরে শিক্ষার্থীরা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে চলার সঠিক পথ খুঁজে পাবে।
ক্যান্টনমেন্ট কলেজ যশোর এর গৌরবময় অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই কামনা করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।